কুমুদিনী হাসপাতালে আন্তর্জাতিক ক্যান্সার ও প্যালিয়েটিভ সেবা সম্মেলন ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য সচিব ও ডিজিসহ দেশী বিদেশী চিকিৎসক

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার নিজ হাতে গড়া আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালে (কুমুদিনী কমপ্লেক্্ের) দুই দিন ব্যাপি আন্তর্জাতিক ক্যান্সার ও প্যালিয়েটিভ সেবা সম্মেলন শুরু হয়েছে। আজ বুধবার (২২ মে) কুমুদিনী হাসপাতালে (কুমুদিনী কমপ্লেক্্ের) উৎসব মুখর পরিবেশে দেশী বিদেশী বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ^বিদ্যালয়, সিমন বিশ^দ্যিালয় ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ক্যান্সার থেরাপি ও প্যালিয়েটিভ সেবা বিষয়ক বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।
আজ বুধবার (২২ মে) সকাল সারে নয়টায় কুমুদিনী কমপ্লেক্্েরর ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি মিলনায়তনে সম্মেলনের উদ্ধোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সম্মেলনের উদ্ধোধন করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব মো. আজিজুর রহমান, একই মন্ত্রনালয়ের ডিজি মো. টিটু মিয়া এবং কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর পরিচালক শ্রীমতি সাহা। অনুষ্ঠানের চেয়ারপার্সন ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর ব্যবস্থাপনা পরিচালক )এমডি) শ্রী রাজিব প্রসাদ সাহা। এর আগে প্রতিমন্ত্রী ও অতিথিবৃন্দ কুমুদিনী কমপ্লেক্্েরর বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর শিক্ষা পরিচারক পিন্সিপার প্রতিভা মুৎসুদ্দি, মহাবীরপতি, পরিচালক সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, ভাইস প্রিন্পিাল সিস্টার শেফালী সরকার এবং ভারতেশ^রী হোমসের প্রিন্সিপার মন্দিরা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী ডা. রেবেকা সুলতানা বলেন, শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা তিলে তিলে কুমুদিনী কমপ্লেক্্র তৈরী করে মানবতার পরিচয় দিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্ত তার কৃতকর্ম আমাদের মাঝে রেখে গেছেন। তার উদাহারণ কুমুদিনী হাসপাতাল, নার্সিং কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী হ্যান্ডিক্রাপ্ট, ভারতেশ^রী হোমস, কুমুদিনী ফার্মা, ডেন্ডাল ইউনিট এবং সর্বশেষ ক্যান্সার হাসপাতাল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরাসরি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং তার সার্বিক সহযোগিতা ও পরামর্শে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন প্রতিমন্ত্রী।
এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালে পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও এজিএম অনিমেশ ভৌমিক লিটন বলেন, দুই দিন ব্যাপি সম্মেলনে একটি প্ল্যাটফর্ম তৈরীর মাধ্যমে ক্যান্সার ও প্যালিয়েটিভ সেবা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে কুমুদিনী হাসপাতালে (কুমুদিনী কমপ্লেক্্ের) মমতাময়ী কুমুদিনী নামের একটি প্রকল্প চালু করা হবে। এছাড়া মির্জাপুর উপজেলার সাধারণ জনগনকে সম্প্রক্ত করে তিনটি ইউনিয়নে কাজটি শুরু করা হবে।
আন্তর্জাতিক ক্যান্সার ও প্যালিয়েটিভ সেবা সম্মেলন সফল ও ব্যাপক প্রচারনার লক্ষে এর আগে গত রোববার ইন্টারনৗাশনাল ক্যান্সার এন্ড প্যালিয়েটিভ কেয়ার কনফারেন্স-২০২৪ শিরোনামের একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন কুমুদিনী পরিবার এবং যুক্তরাষ্ট্রের তিন প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনটি রাজধানী ঢাকার গুলশানে কুমুদিনীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কুমুদিনী ইউমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিক প্রফেসর অধ্যাপক ডা. এম এ হালিম, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মানিক কে সরকার এবং বোর্ড অব ট্রাস্টির সদস্য মোহাম্মদ ফারুকসহ কুমুদিনী পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। আামী কাল বৃহস্পতিবার সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে কুমুদিনী কমপ্লেক্্ের উপস্থিত থাকবেন সাবেক পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রী এবং বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দিপু মনিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here