মীর আনোয়ার হোসেন টুটুল
দৈনিক ইত্তেফাক পাবলিকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা সম্পাদক ও নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৫ তম প্রয়ান দিবস (৫৫ তম মৃত্যুবার্ষিকী) টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দৈনিক ইত্তেফাকের মির্জাপুর সংবাদদাতা মীর আনোয়ার হোসেন টুটুলের উদ্যোগে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ শনিবার (১ জুন) সকাল সোয়া দশটায় বরাটী নরদানা বাংরাদেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার কর্মময় জীবনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল কাদের মল্লিক, শেখ আব্দুল ওয়াহাব, মো. মোতালেব হোসেন মিঞা, রীণা রানী গোষ্মামী, মো. জাকির হোসাইন মিঞা, মো. ওয়াহাব মিয়া, লিপি রানী রায় ও শ্রী সজল চন্দ্র মন্ডল প্রমুখ। পরে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শেখ আব্দুল ওয়াহাব বিশেষ দোয়া পরিচালনা করেন।