মীর আনোয়ার হোসেন টুটুল
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ১৪৪ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ আগামকিার বুধবার (৫ জুন)। চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান সংরক্ষিত মহিলা আসন পদে ৩ জনসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া একই দিন টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর এই তিন উপজেলায়ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৪ জুন) রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় উপজেলার সহকারী রিটার্নিং অফিসার শেখ নুরুল আলম এবং নির্বাচন কর্মকর্তাগন উপজেলা পরিষদের মিলনায়তন থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল প্রেরণ করেছেন। চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৩ জনসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রায়ত চার বারের এমপি এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের পুত্র ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ) এবং ইট ভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম আজাহার ( তালা চাবি) এবং মো. শওকত মিয়া (টিউবওয়েল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান সংরক্ষিত আসন মহিলা পদে মহিলা আওয়ামীলীগ নেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল), জেলা মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাঁস) কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগর সহসভাপতি এবং বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি ডি এ তায়েবের স্ত্রী মাহবুবা শাহরীন (কলসি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৩ হাজার ১১৩ জন এবং মহিলা ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৩২ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৪৪। প্রিজাইডিং অফিসার ১৫২ জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৯৭৪ জন এবং পুলিং অফিসার ১৯৪৮ জনসহ মোট ৩০৭৪ জন ভোট গ্রহণ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আনি-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী জানিয়েছেন মির্জাপুর, বাইসল ও সখীপুর এই তিন উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠু ভাবে ভোট গ্রহনের লক্ষে বিপুল সংখ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।