মির্জাপুরে ভোট কেন্দ্র ফাঁকা ভোটার উপস্থিতি কম নিয়ে প্রার্থীরা হতাশ

মীর আনোয়ার হোসেন টুটুল
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভোট কেন্দ্র ফাঁকা থাকায় হতাশায় পরেছেন প্রার্থীরা। নানা কৌশল প্রয়োগ করেও ভোটারদের কেন্দ্রে আনা যাচ্ছে না বলে কর্মী সমর্থকরা জানিয়েছেন। আজ বুধবার (৫ জুন) সকাল ১০ টা পর্যন্ত মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, পুষ্টকামুরী আলহাজ¦ শফিউদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ ২০ টি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের খুবই কম উপস্থিতি। একই অবস্থা বাসাইল ও সখীপুর উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে বলে খোঁজ নিয়ে জানা গেছে। ভোটার উপস্থিতি কম থাকলেও এ পর্যন্ত কোথাও কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নুরুল ইসলাম নুরু জানিয়েছেন, তার ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৩০৩২ জন। সকাল ১০ টা পর্যন্ত ভোট পরেছে ৭৫ জন।। আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়বে বেল তিনি আশা করছেন। উপজেলার পুষ্টকামরী আলহাজ্ শফিউদ্দিন মিঞা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চিত্রও একই বরে প্রিজাইডিং অফিসার মো. আমজাদ হোসেন জানিয়েছেন।
মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান সংরক্ষিত মহিলা আসন পদে ৩ জনসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রায়ত চার বারের এমপি এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের পুত্র ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ) এবং ইট ভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম আজাহার ( তালা চাবি) এবং মো. শওকত মিয়া (টিউবওয়েল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান সংরক্ষিত আসন মহিলা পদে মহিলা আওয়ামীলীগ নেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল), জেলা মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাঁস) কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগর সহসভাপতি এবং বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি ডি এ তায়েবের স্ত্রী মাহবুবা শাহরীন (কলসি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। জয়ের ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, এ এস এম মোজাহিদুল ইসলাম মনির এবং ফিরোজ হায়দার খান এই তিন প্রার্থীই শতভাগ আশা করছেন।
মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৩ হাজার ১১৩ জন এবং মহিলা ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৩২ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৪৪।
রিটার্নিং অফিসার শেখ নুরুল আলম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করতে এবং ভোটারগন যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারেন সে জন্য পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১৪৪ ভোট কেন্দ্রের জন্য ১৫ জন ম্যাজিষ্ট্রেট, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here