মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা ও নারী জাগরনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে এমবিবিএস (২০২৩-২০২৪) শিক্ষা বর্ষের প্রথম বর্ষের ছাত্রীদের নবীণ বরণ (ওরিয়েন্টেশন সিরিমনি) অনুষ্ঠান হয়েছে। আজ বুধবার (৫ জুন) কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিপি পতি মিলনায়তনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. পরিচালক মহাবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা, এম এ হালিমসহ মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ প্রমুখ। নবীণ বরণ উপলক্ষে মেডিকেল কলেজের ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।