মির্জাপুরে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সমাজ সেবক আলালের ইন্তেকাল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শফিকুল ইসলাম আলাল (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। আজ সোমবার (১ জুলাই) দুপুরে আমেরিকার মিয়ামী ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ছেলে মো, আনোয়ার হোসেন আজ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঁশতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম আজাহার জানান, মো. শফিকুল ইসলাম আলালের পিতার নাম মৃত-তোতা মিয়া। তিনি ছিলেন সাবেক জনপ্রিয় ইউপি মেম্বার। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ১৩ নং বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে। শফিকুল ইসলাম আলাল বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক হিসেবে কাজ করতেন। আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী ছিলেন। তিনি বাংলাদেশ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে ব্যবসা করতেন। এলাকায় উন্নয়নমুরক কর্মকামন্ডসহ সমাজ সেবা এবং গ্রামের মানুসের চিকিৎসা সেবার জন্য একটি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। বেশ কিছু দিন ধরে তিনি কিডনি জনিতসহ শারীরিক ভাবে অসুস্থ্য ছিলেন। অসুস্থ্য অবস্থায় গতকাল রোববার আমেরিকার মিয়ামী ফ্লোরিডায় একটি হাসপাতালে ভর্তি করা হলে আজ সোমবার দুপুরে তিনি মারা যান। তার মৃত্যুর খবর দেশে আসলে তার পরিবার ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে শোকের চায়া নেমে এসেছে। আমেরিকায় আনুষ্ঠানিকতা শেষে কয়েক দিনের মধ্যে তার মরদেহ দেশে এনে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার ছেলে মো. আনোয়ার হোসেন জানিয়েছেন।
এদিকে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম আলালের মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য এবং পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহেমদ শুভ এমপি, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ এবং সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here