মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে হার্ট ছিদ্র শিশুকন্যা ছোয়াইরার (০৩) জীবন বাঁচাতে অসহায় দরিদ্র পিতা শফিকুল ইসলাম মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ও সাংসদ খান আহমেদ শুভসহ দেশবাসির নিকট মানবিক আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। ছোয়াইরা জন্মগতভাবেই তার হার্টে ছিদ্র এবং বর্তমান তার বয়স তিন বছর তিন মাস। শফিকুল ইসলাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে কুমুদিনী হাসপাতাল রোড ও কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ফুটপাতে ফুসকা বিক্রিসহ বিভিন্ন পন্য বিক্রি করেন।
আজ মঙ্গলবার (২ জুলাই) অসহায় ও অতি দরিদ্র শফিকুল ইসলাম জানান, শিশু কন্যাকে চিকিৎসা করাতে তিনি সর্বশান্ত। এক দিকে শিশুকন্যার চিকিৎসা, অপর দিকে পাঁচ সদস্য বিশিষ্ট্য পরিবারের ঘানি টানতে হিমসিম খাচ্ছেন। কোন দিন খেয়ে আবার কোন দিন না খেয়ে চলছে তাদের পুরো সংসার। চিকিৎসকগন এখন পরামর্শ দিয়েছেন তাকে বাঁচাতে হলে ভারতের যে কোন উন্নত হাসপাতালে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য প্রয়োজন প্রায় ৭ লাখ টাকা দরকার। এই টাকা যোগার করা তার ও পরিবারের পক্ষে কোন ভাবেই সম্ভব হচ্ছে না। এদিকে চিকিৎসার অভাবে তার ফুটফুটে শিশুকন্যা ধুকে ধুকে মৃত্যুর দিকে যাচ্ছে। শিশু কন্যাকে বাঁচাতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় এমপি খান আহমেদ শুভসহ দেশ ও বিদেশে বিত্তমানদের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মোঃ শফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর- ০২০০০২২৩২৩৪৭৭, অগ্রণী ব্যাংক, মির্জাপুর শাখা, টাঙ্গাইল। এ ছাড়া তার ব্যক্তিগত মোবাইল নম্বর এই ঠিকানায়-০১৭৪৩-৪৬০৬৫৪ (বিকাশ ও নগদ পার্সোনাল) সাহায্য পাঠানোর বিনীত অনুরোধ জানিয়েছেন।