মির্জাপুরে সাপে দংশনে অ্যান্টিভেনম ভ্যাকসিন প্রয়োগে বেঁচে গেলেন গৃহবধু আখি

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বিষধর সাপে দংশনের পর অ্যান্টিভেনম ভ্যাকসিন (ইনজেকশন) প্রয়োগে বেঁচে গেলেন এক সন্তানের জননী গৃহবধু আখি আক্তার (২৩)। আখি আক্তার মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের হেলাল মিয়ার স্ত্রী। গতকাল সোমবার (৮ জুলাই) মির্জাপুর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে অ্যান্টিভেনম ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
আজ মঙ্গলবার (৯ জুলাই) আখি আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৯টার দিকে আখি আক্তার বাড়ির পাশের জঙ্গলে রান্নার জন্য লাকড়ি আনতে যায়। সেখানে তাকে বিষধর সাপে কামড় দেয়। পরিবারের লোকজন প্রথমে তাকে গ্রামীণ কয়েকজন উজার কাছে নিয়ে যায়। উজার কাছে নিয়ে গেলেও আস্তে আস্তে তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করে পর্যবেক্ষনে রাখা হয়। পরে ধীরে ধীরে তার শরীর বিষমুক্ত হয়ে রাতের মধ্যে সুস্থ্য হয়ে উঠেন আখি আক্তার।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফরিদুল ইসলাম বলেন, গতকাল সোমবার বেলা পৌনে একটার দিকে ওই রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তখন তিনি অচেতন ছিলেন এবং মুখ থেকে লালা পরছিলো। পরে জরুরী ভিত্তিতে তাকে ভর্তি করে অ্যান্টিভেনম ভ্যাকসিন প্রয়োগ করা হয়। সারা রাত পর্যবেক্ষনের পর আজ মঙ্গলবার সকালে আখি পুরো সুস্থ হয়ে যায়। দুপুরের পর তাকে ছুটি দেওয়া হয়। একণ তিনি পুরোপুরি সুস্থ্য বলে ডা. ফরিদুল ইসলাম জানিয়েছেন।
এদিকে চিকিৎসকদের পরামর্শ ও সু-চিকিৎসায় বিনামুল্যে অ্যান্টিভেনম ভ্যাকসিন প্রয়োগ করার পর আখি আক্তার সুস্থ্য হয়ে বাড়ি ফেরায় হাসপাতাল কতৃপক্ষ এবং চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতার কথা জানিয়েছেন তার পরিবার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here