মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারিদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ বিশাল একটি বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিলটি সোহাগপাড়া এলাকা থেকে বের হয়ে নাজিরপাড়া ও গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙ্গা বাস স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃৃত্ব দেন যুবলীগ নেতা খান আহমেদ শুভ এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) মীর আসিফ অনিক। সমাবেশে বক্তব্য রাখেন, গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগের (পুর্ব) সভাপতি আশরাফ খান, সাবেক সবাপতি শওকত হোসেন ফালু, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সেতাব মাহমুদ, আওয়ামীলীগ নেতা মো. শওকত হোসেন মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিশির আহমেদ বিপ্লব ও যুবলীগ নেতা খন্দকার রাসেল প্রমুখ।
প্রতিবাদ সামবেশে খান আহমেদ শুভ এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) যুবলীগ নেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিকসহ বক্তাগন অভিযোগ করেন, যুবলীগ নেতা মীর মইন হোসেন রাজিবের নেতৃত্বে গোড়াই শিল্পাঞ্চলে দীর্ঘ দিন ধরে সন্ত্রাস, চাঁদবাজি ও মাদক ব্যবসা বেড়ে গেছে। সিএনজি স্টেশনে চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে গত সোমবার গোড়াই- সখীপুর রোডে সিএনজি স্টেশনে গোড়াই ইউনিয়ন যুবলীগ নেতা মীর রাহিব ও স্বেচ্ছাবকলীগ নেতা মীর হাসিব রেজা (নাইস) হামলার শিকার হয়। এ বিষয়ে সন্ত্রাসীদের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় মামলা দায়ের করলেও আজ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অতিষ্ট এলাকাবাসি ক্ষুব্দ হয়ে বুধবার বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদ সামবেশ করেছে।
প্রতিবাদ সমাবেশে বক্তাদের দাবী, টাঙ্গাইল জেলা অটোরিকসা, অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি-৩০০৮ এর সভাপতি ও সাধারণ সম্পাদক গোড়াই-সখীপুর রোডে সিএনজি স্টেশন দেখাশোনার জন্য টিপু সুলতানকে সভাপতি এবং মো. মঞ্জুরুল হক খানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি দিয়েছেন। এই কমিটির নেতারা সিএনজি স্টেশন নিয়ন্ত্রণ করে আসছে। গত রবিবার মীর মইন হোসেন রাজিবের লোকজন সিএনজি স্টেশনে গিয়ে জাহাঙ্গীর মাষ্টারকে মারপিট করে টাকা ছিনিয়ে নেয় এবং সিএনজি স্টেশন দখল নেওয়ার চেষ্টা করে। এই ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে মীর আসিফ অনিকের সমর্থকরা জোট বেঁধে তাদের ধাওয়া করলে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। হামলায় অনিকের পক্ষের মীর হাসিব রেজা, মীর রাহীব, আলামিন, ফরহাদ ও রবিনসহ ৬-৭ জন আহত হয়। তাদের এখন মুল দাবী গোড়াই শিল্পাঞ্চলে যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা করছে তাদরে প্রতিহত হরা।
যুবলীগের নেতা মীর মইন হোসেন রাজিব অভিযোগ অস্বীকার করে দাবী করেন করেন, টাঙ্গাইল জেলা অটোরিকসা, অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি-৩০০৮ এর সভাপতি আব্দুল্লাহ আল দর্শন ও সাধারণ সম্পাদক মো. আতিক খান গোড়াই-সখীপুর রোডে সিএনজির স্টেশন দেখাশোনার জন্য মীর ইসতিয়াককে সভাপতি এবং মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য একটি কমিটি দিয়েছেন। এই কমিটি বৈধ। প্রতিপক্ষের হামলায় রাজিবের পক্ষের অভি, নাজিম উদ্দিন, বাহারসহ ৫-৬ জন আহত হয়। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, গোড়াই শিল্পাঞ্চলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থনায় মামলা করেছেন এবং মামলা রেকর্ড হয়েছে। মামলার পর দ্ইু পক্ষের মামলার আসামীরা আদালত থেকে জামিনে এসেছেন। জামিনে এসে কোন পক্ষ যদি রাজপথে সমাবেশ করে