মির্জাপুরে ভয়াবহ আগুনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে চাই ব্যাপক ক্ষতির আশংকা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের কালিবাড়ি রোডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনে তিন জুয়েলীর দোকান (স্বর্নের দোকান) ও প্রাণ আর এলের শো-রুমসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় আট কোটি টাকা বলে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুলাই) ভোর রাতে আগুনের এ সুত্রপাত হয়। পুলিশ, স্থানীয় জনতা এবং ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় ঘটনার চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ঘটনার প্রত্যদর্শিরা জানায়, আজ মঙ্গলবার ভোর রাত চারটার দিকে কালিবাড়ি রোডের কাঁচা বাজার সংলগ্ন একটি চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সুত্রপাত হয়। ঘরগুলো টিনের হওয়ায় মুহর্তের মধ্যে আগুনের লেলিহান আশপাশের দোকানে দ্রুত ছড়িয়ে পরে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ, মির্জাপুর, দেলদুয়ার, টাঙ্গাইল ও কালিয়াকৈর উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভয়াবহ এই আগুনে কালিবাড়ি রোডের প্রাণ আর এলের বিশাল শো-রুমের মালিক নীল কমল দে (নদীর) মাতৃ-বাসনালয়, পংকজ ঘোষের পাল জুয়েলারী, মন্টু কর্মকারের পাল জুয়েলারী, অখিল কর্মকারের অর্পনা জুয়েলারী, প্রশান্ত পালের পাল টেইলার্সসহ ৭-৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় চার ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে ভয়াবহ আগুনে ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা পথে বসার উপক্রম হয়েছে। তারা স্থানীয় এমপিসহ প্রশাসনের নিকট ক্ষতিপুরনের জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাসেল মিয়া ও মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মতিউর রহমান বলেন, একটি চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনগনের সার্বিক সহযোগিতায় প্রায় চার ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় সাত কোটি টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে ঘটনার খবর পেয়ে খান আহমেদ শুভ এমপি, উপজেহলা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম এবং পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল ক্ষতিগ্রস্থ্য বাবসায়ীদের তালিকা সংগ্রহ করে প্রয়োজনাীয় সাহায্য সহযোগিতা দেওয়া হবে বলে আশ^াস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here