মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শৃঙ্খলা ফেরাতে বাজার মনিটরিং ও রাতায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটসসহ সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার (১০ আগস্ট) সকাল থেকে মির্জাপুর উপজেলা সদরের কাঁচা বাজারে বাজার মনিটরিং এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বংশাই রোডের বাইপাস এলাকা, থানা রোড, কালিবাড়ি রোড, মসজিদ রোড ও কুমুদিনী হাসপাতাল রোডসহ মির্জাপুর পুরাতন বাস স্টেশন এলাকায় নিরলস ভাবে তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। বাজার মনিটরিং এবং প্রখর রোদের মধ্যে রাস্তায় দাড়িয়ে স্কাউটস ও শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করায় অভিভাবকসহ পথচারীরা খুঁশি হয়ে তাদের পানি জোসসহ শুকনো খাবার তুলে দিচ্ছে।
দুপুরে মির্জাপুর পুরাতন বাস স্টেশন এলাকার গোল চত্তরে গিয়ে দেখা গেছে, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকারী স্কাউটস ও শিক্ষার্থীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে রিকসা চালক, মোটর সাইকেল আরোহী, পথচারী এবং সেনা সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। শিক্ষার্থীরা জানিয়েছে, কোন ব্যবসায়ী যাতে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সে জন্য বাজার মনিটরিং করা হচ্ছে। এছাড়া শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ জনগনকে সচেতন করতে নিজেদের উদ্যোগেই তারা দায়িত্ব পালন করছে। যতদিন পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে শৃঙ্খলা ফিরে না আসবে এবং দেশে অন্যায়, অবিচার, দুর্নীতি বন্ধ না হবে ততদিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যাবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম এবং সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, স্কাউটস এবং সাধারণ শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই। জনগনকে সচেতন করতে তারা যে উদ্যোগ নিয়েছে এটা সত্যিই প্রশংসার দাবী। আমাদের সবাইকে সচেতন হতে হবে। তবেই দেশ আরও এগিয়ে যাবে।