সেনাবাহিনীর সহযোগিতায় টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের কার্যক্রম শুরু

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় মির্জাপুর থানায় পুলিশের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। পুলিশের পোষাক (ইউনিফর্ম) পরে পুলিশ বাহিনীর সদস্যগন সেবা কার্যক্রম শুরু করায় এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ জনগন থানায় এসে সাধারণ ডায়রীসহ সকল ধরনের মামলাও করতে পারছেন বলে পুলিশ সদস্যগন জানিয়েছেন। এর আগে গত শুক্রবার দূবৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া গোড়াই হাইওয়ে থানা এবং মির্জাপুর থানা পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সামীহুর রহমান তারেক এবং ৯৮ কম্পোজিট বিগ্রেডের কমান্ডার বিগ্রেড শফিউল আজমসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগন। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, পুলিশ সুপার মো. আব্দুস সবুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন আহমেদ, মির্জাপুর উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। মির্জাপুর থানা পরিদর্শনের পর কর্মকর্তাগন থানায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন।
আজ মঙ্গলবার মির্জাপুর থানা ঘুরে দেখা গেছে পুলিশ বাহিনীর সদস্যগন পুলিশের পোষাক পরে সেনাবাহিনীর সহযোগিতায় দায়িত্ব পালন করছেন। সাধারণ লোকজন এসে নির্বিগ্নে তাদের কাজ করে ফিরে যাচ্ছেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মো. সালাউদ্দিন আহমেদ বলেন, কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সারা দেশে থানায় হামলা ভাংচুর এবং পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করা হয়। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সহিংসতা এড়াতে মির্জাপুর থানার কার্যক্রম বন্ধ হয়েছিল। পুলিশ সদস্যদের নিরাপত্তাসহ তাদের ১১ দফা দাবী বাস্তবায়নে আন্দোলন করে আসছিল পুলিশ বাহিনী। নবাগত আইজিপি মহোদয় ও আন্তবর্তীকালিন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্দ উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম সাকাওয়াত হোসেন স্যার আমাদের দাবী মেনে নিয়েছেন। সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আজ থেকে থানায় সকল কার্যক্রম শুরু করেছি।
এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. আব্দুস সবুর পিপিএম বলেন, নবাগত আইজিপি মো. মইনুল ইসলাম স্যার এবং অন্তবর্তীকালিন সরকারের মাননীয় উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম সাকাওয়াত হোসেন স্যার পুলিশের দাবী পুরণ করায় মির্জাপুর থানাসহ টাঙ্গাইল জেলার ১২ থানায় কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ বাহিনী জনগনের সেবায় নতুন উদ্যম নিয়ে কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here