মির্জাপুরে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারনের দাবীতে বিক্ষোভ ব্যাপক ভাংচুর

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসানকে পরিকল্পিত ভাবে অবরুদ্ধ করে তাকে অপসারনের দাবীতে শিক্ষার্থী ও বহিরাগতরা মিলে বিক্ষোভ করে বিদ্যালয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে। প্রধান শিক্ষককে হত্যার হুমকি দিয়ে পদত্যাগের জন্য সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক। খবর পেয়ে কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রধান শিক্ষক কামরুল হাসানকে উদ্ধার করেছে। পরিবার ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ইউএনও, শিক্ষা অফিসার ও মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
আজ বুধবার বিকেলে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ এবং বিদ্যালয়ের জমি জাল দলিল করে সভাপতি নিজের নামে নেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন, বিদ্যালয়ের অফিস সহায়ক আবুল কালাম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহমান ও মোনায়েম খান মনুসহ তাদের পক্ষের লোকজন আজ বুধবার বিদ্যালয়ে জোর পুর্বক প্রবেশ করে শিক্ষকদের লাঞ্চিত করে ও শিক্ষার্থীদের ভয়ভিতি দেখিয়ে শ্রেনীকক্ষ থেকে বের আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালায়। শিক্ষার্থীদের উস্কানি দিয়ে বিক্ষোভ সমাবেশ করে একটি কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখে। এ সময় শিক্ষক জমির উদ্দিনের মোটর সাইকেল ভাংচুর করে। বহিরাগত সন্ত্রাসীরা হাতে লাঠিসোঠা ও ধারালো দেশীয় অস্্র নিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগের জন্য সাদা কাগজে স্বাক্ষর নেয়। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার, সেনা ক্যাম্প, পুলিশ ও উপজেলা কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের জানান। খবর পেয়ে কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের আহবায়ক রুবায়েত হাসান ও নেতৃবৃন্দ বিদ্যালয়ে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসেন। জীবনের নিরাপত্তা, ন্যায় বিচার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার, সেনা ক্যাম্প এবং মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। সন্ত্রাসীদের হুমকিতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ ব্যাপারে অভিযুক্ত রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিয়াজ উদ্দিন এবং অফিস সহায়ক আবুল কালামের সঙ্গে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হলে তারা বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষার্থী, এলাকাবাসি ও শিক্ষকদের বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে এই এলাকাবাসি ও শিক্ষার্থীরা এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
এ ব্যাপারে ইউএনও শেখ নুরুল আলম, শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ও ভারপ্রাপ্ত ওসি সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান শিক্ষকের নিকট থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তাকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তাসহ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here