মীর আনোয়ার হোসেন টুটুল
আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতারসহ ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে। আজ বুধবার উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠন উপজেলা সদর ও গোড়াই শিল্পাঞ্চলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সদরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে ্রবিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ। এছাড়া শহীদ মিনার এলাকার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক ও ঢাবির মহসিন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা এবং গোড়াই শিল্পাঞ্চলে থানা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, গোড়াই ইউনিয়নর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা নুর মোহাম্মদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সামবেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে দেশে এনে গ্রেফতারসহ ফাঁসি এবং আওয়ামীলীগের প্রভাবশালী সাবেক মন্ত্রী-এমপিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়েছে।