মির্জাপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা

মীর আনোয়ার হোসেন টুটুল
অন্তবর্তীকালিন সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে দেশের সকল ডিগ্রি কলেজ, উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি মনোনীত করায় আজ বুধবার (২১ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নির্বাহী অফিসার শেখ নুরুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলার শিক্ষার গুনগত মানউন্নয়নে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরান হোসেন, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. খোরশেদ আলম, রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, বংশাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, আটিয়া মামুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, জামুর্কি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. সাদেক আলী, গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, সিয়াম একাডেমির প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন, বন্দ্য কাওয়ালজানি খাদেম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষমতাপ্রাপ্ত সভাপতি শেখ নুরুল আলম মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তাসহ শিক্ষার মানউন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ^াস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here