শামীম মিয়া
এফকে মিউজিক লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে আসিতেছে কন্ঠ শিল্পী মামুন মন্ডলের” দিসনারে তুই দুঃখ পাখী”শিরোনামের একক মিউজিক ভিডিও গান।
গানটির গীতিকার হিসেবে রয়েছেন সাংবাদিক শামীম মিয়া ও গানটির সুর করেছেন কন্ঠ শিল্পী মামুন মন্ডল। আর গানটি সংগীত আয়োজন করেছেন এস আই সুমন।
গানটির ভিডিও ডিরেক্টশন দিয়েছেন এ এমসি নয়ন,গানটিতে অভিনয় করেছেন,জাহিদ এবং মিতালী।গানটি ভিডিও করা হয়েছে কন্ঠ শিল্পী মামুন মন্ডলের নিজ এলাকা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বিভিন্ন লোকেশনে।
গানটি নিয়ে কন্ঠ শিল্পী মামুন মন্ডল জানান,গানটি অনেক সুন্দর কথা দিয়ে সাজিয়েছে গীতিকার শামীম মিয়া,আর গানটি খুব সুন্দর করে মিউজিক করছেন এস আই সুমন।আমি খুবই আশাবাদী গানটি নিয়ে। আশা করছি সবার কাছে ভালো লাগবে এই নতুন গানটি।