মির্জাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন কমিটির সভা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনের মিলনায়তনে এ সভা উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন কমিটির সভাপতি ও রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান আতিক। বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সভাপতি মো. আতিকুর রহমান আতিক, প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেন, জাকির হোসেন, মো. সাদেক আলী মিয়া, মো. মোশারফ হোসেন, মো. আমজাদ হোসেন, মো. সুলতান উদ্দিন, মো. জাকির হোসেন মল্লিক, চন্দ্র মোহন বিশ^াস, মো. কলিম আল মাহমুদ, সহকারি প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেন, সহকারি শিক্ষক রাবেয়া আক্তার শিমু ও মো. শরিফুল ইসলাম প্রমুখ। সভায় স্বচ্ছতার সহিত মাধ্যমিক সমিতির সার্বিক উন্নয়ন, মির্জাপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুনগত পরিবর্তন ও মানউন্নয়ন, নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা সুষ্ঠু ভাবে গ্রহনের লক্ষে সিদ্ধান্ত গ্রহন, শিক্ষকদের নিয়ে বার্ষিক শিক্ষা সফর এবং কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে চলমান সমস্যা সমাধানের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here