মির্জাপুরের পাকুল্যায় রাস্তা পারাপারের সময় ঘাতক বাস চাপায় বৃদ্ধ নিহত

মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেরার পাকুল্যা বাস স্টেশনের সামনে ঘাতক বাস চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের তার আব্দুল মিয়া (৬৫)। গ্রামের বাড়ি পাকুল্যা পুর্বপাড়া গ্রামে।
পাকুল্যা গ্রামের বাসিন্দা শামীম আল মামুন ইমরান চৌধুরী রাতে জানান, বৃদ্ধ আব্দুল মিয়া সন্ধ্যায় পাকুল্যা বাজার থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তা পার হতে চাইলে টাঙ্গাইল থেকে ঢাকা গামী অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পরই ঘাতক বাসটি মুহর্তের মধ্যেই পালিয়ে যায়।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ মো. আদিল আহমেদ বলেন, লাশ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here