মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশক্রমে পৌরসভার কাউন্সিলরদের অপসারনের পর দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার পৌরসভার প্রশাসক ও মির্জাপুর উজেলা সহকারি কমিশনার ভুমি মাসুদুর রহমানের সভাপপতিত্বে পৌরসভার তার কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার মন্্রতনালয়ের নির্দেশনা মোতাবেক মির্জাপুর পৌরসভার ০৯ ওয়ার্ডে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ আজ বুধবার (২ অক্টোবর) মির্জাপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম ও প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা মো. আবুল হাসনাত আকন্দ বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলামকে এক নং ওয়ার্ড, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো, মোশারফ হোসেনকে ০৬ নং ওয়ার্ড, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমানকে ০৯ নং ওয়ার্ড, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মোবারক হোসেনকে ০২ এবং ০৩ নং ওয়ার্ড, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমানকে ০৪ এবং ০৫ নং ওয়ার্ড এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত শর্মিষ্ঠা রানী মজুমদারকে ০৭ এবং ০৮ নং ওয়ার্ডের দায়িত্ব প্রদান করা হয়েছে। পৌরসভার সাবেক কাউন্সিলরদের মত তারা এই কাজ পরিচালনা করবেন।
এ ব্যাপারে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার ভুমি মাসুদুর রহমান বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়নের জন্য এই কমিটির সদস্যগন নিষ্ঠা ও সততার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাবে। পৌরসভার পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।