মির্জাপুরে গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমলক সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি মুলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক শেখ নুরুল আলম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরীর সঞ্চালনায় বক্ত্য রাখেন, প্রধান অতিথি শেখ নুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, বানিয়ারা বাবুল উলুম সিনিয়র দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন কমিটির সভাপতি মো. আতিকুর রহমান আতিক, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, মৈজদই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, ভাতগ্রাম কৈলাশ রাখাল শ্রী-ভাষ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক দেওয়ান মহিউদ্দীন এবং সাটিয়াড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. জাকির হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here