মির্জাপুরে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ৫ই অক্টোবর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালি ও সমাবেশ মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন অংশ গ্রহন করেন। মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে পুরাতন রোড ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে উপজেলা কমপ্লেক্্েরর প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, প্রধান সহাকরী মো. খলিলুর রহমান, রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন কমিটির সভাপতি মো. আতিকুর রহমান, জামুর্কি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলী মিয়া, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, মৈজদই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেন, বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান মিজান, বংশাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন এবং বংশীনগর সুর্য্য তরুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেন মিয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে সমাবেশে বক্তাগন দেশের সকল বেসরকারী মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা জাতীয়করনসহ শিক্ষকদের বিভিন্ন সুযোগ সবিধাসহ দীর্ঘ দিনের দাবী বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here