মির্জাপুরে তিন দিন ব্যাপি বিতর্ক প্রতিযোগিতা শুরু

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে তিন দিন ব্যাপি বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার প্রথম দিনে উপজেলার মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর এস কে পাইলট সরাকরি উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়, রানাশাল উচ্চ বিদ্যালয়, বানিয়ারা উচ্চ বিদ্যালয়, জামুর্কি নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়, ড. আয়েশা রাজিয়া খোন্দকার উচ্চ বিদ্যালয় এবং টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয় এই আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় আংশ গ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্ধিতার মধ্যে এতে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়, রানাশাল উচ্চ বিদ্যালয় এবং বানিয়ারা উচ্চ বিদ্যালয় চারটি প্রতিষ্ঠান দ্বিতীয় রাউন্ডে উন্নিত হয়েছে। আগামী বুধবার অনুষ্ঠিত হবে ফাইনাল ্রপেিতাযগা এবং পুরষ্কার বিতরন বলে উপজেরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সবাপতি মো. মফিজুর রহমান স্বপন এবং সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।
এদিকে বিচারক ও মডারেট হিসেবে উপস্থিত ছিলেন উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধূরী, সহকারী শিক্ষা অফিসার মো. এমরান হোসেন ও পরিসংখ্যান অফিসারসহ কয়েকজন কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here