মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে তিন দিন ব্যাপি বিতর্ক প্রতিযোগিতায় সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ এ পুরষ্কার তুলে দেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মফিজুর রহমান স্বপন এর সভাপপতিত্বে এবং সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান, দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইলের সহকারী পরিচারক মো. রবিউল ইসলাম, মির্জাপুর উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসরাম এবং একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধূরী।
গত ২১ অক্টোবর সোমবার থেকে উপজেরা পরিষদ মিলানয়তনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিতর্ক প্রতিযোগিা শুরু হয়। আজ বুধবার ছিল সমাপনী অনুষ্ঠান। প্রথম হয়েছে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় হয়েছে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়।