নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় দূর্গাপূজায় শ্রেষ্ঠ ১০ মন্ডপের কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেরা নির্বাহী অফিসারের কার্যালয়ে র্পজামন্ডপ কমিটির সভাপতি-সম্পাদকের হাতে এ ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, এসিল্যান্ড মাসুদুর রহমান, প্রানীসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, উপজেরা পূজা উৎযাপন কমিটির সভাপতি বিকাশ গোষ্মামী, সাধারণ সম্পাদক প্রতথেস গোষ্মামী সংকরসহ ১০ পূজামন্ডপের সভাপতি-সম্পাদক উপস্থিতি ছলেন।
আজ বুধবার উপজেরা পূজা উৎযাপন কমিটির সভাপতি বিকাশ গোষ্মামী ও সাধারণ সম্পাদক প্রমথেস গোষ্মামী সংকর জানান, এ বছর মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নে ২১২ টি মন্ডপে উৎসব মুখর আনন্দে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। প্রশাসনের পক্ষ থেকে ১০ মন্ডপকে শ্রেষ্ঠ ঘোষনা করে ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ পূজামন্ডপগুলো হচ্ছে শহীদ দানবীর আরপি সাহার পূজামন্ডপ, আন্ধরা শিল্পি সংঘ, প্রত্যাশা যুব সংঘ, বাগজান সার্বজনিন মন্ডপ, সাটিয়াচড়া যোগেন্দ্রনাথ মন্ডপ, স্বর্গীয় নদীয়া বিনোদ মন্ডপ, গোষ্মামী মন্ডপ হালালিয়া, সাটিয়াচড়া সাহা মন্ডপ, কুড়িপাড়া মন্ডপ এবং বহুরিয়া রাধা গোবিন্দ মন্ডপ।