নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের চন্দনতারা গ্রামের বাসিন্দা ও মস্তমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি এবং ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের নিকলা জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন ফিরোজ (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
তার পারিবারিক সুত্র জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ্য হয়ে তিনি মারা যান। আজ মঙ্গলবার নিকলা জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা এবং মস্তমাপুর ঈদগা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মির্জাপুর ও ধামরাই উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।