মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী পালিত

0
53

মীর আনোয়ার হোসেন টুটুল
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী আজ সোমবার (১৫ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন এবং উপজেলা প্রশাসন দিন ব্যাপি আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাংকনও রচনা প্রতিযোগিতা, গণভোজ ও পুরষ্কার বিতরনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খান আহমেদ শুভ এমপি। অপর দিকে মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় এ উপলক্ষে নানা অনুষ্ঠানের এায়াজন ছিল।
উপজেলা আওয়ামীলীগ সকাল নয়টায় উপজেলা সদরের কলেজ রোডের দলীয় কার্যালয়ে কোরআনখানি, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিতি খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত ও সাবেক ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান তালুকদার রাজিব।
এদিকে সকাল সারে দশটায় উজেলা প্রশাসন মুক্তির মঞ্চে পুষ্কস্তবক অর্পন অনুষ্ঠান এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মির্জাপুর পৌরসভা, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন।
বেলা এগারটায় উপজেলা পরিষদ পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুর ইসলাম বুলবুলের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার, মীর্জা শামীমা আক্তার শিফা, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এবং অনুষ্ঠানের প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here