মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবং গোড়াই শিল্পাঞ্চলের গার্মেন্টসসহ মিলকারখানায় নিরাপত্তা জোরদার করনের লক্ষে আজ শনিবার (২০ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুরে থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন মিলকারখানার মালিক ও কর্মকর্তাদের নিয়ে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবং মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মিলকারখানায় অপরাধ প্রবনতা ঠেকাতে এবং নিরাপত্তা জোরদার করনের লক্ষে কারখানার মালিক ও কর্মকর্তাদের নিয়ে জরুরী মতবিনিময় সভার আয়োজন করেন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গার্মেন্টস, মিলকারখানার মালিক-কর্মকর্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়মিত চলাচলকারী যাত্রীরা।
আজ শনিবার (২০ আগস্ট) মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেন জানান, বেলা এগারটায় মির্জাপুর থানা মিলনায়তনে জরুরী মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম সভাপতিত্ব করেন। ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খান, গোড়াই শিল্পাঞ্চলেল ইমপ্রেস লি. এর কর্মকর্তা মো. সালাউদ্দিন ভুইয়া ঠান্ডু, কম্পোফিট কম্পোটি নীট লি. এর ব্যবস্থাপক এনামুল করিম খান, মন্ডল স্পিনিং মিলের ব্যবস্থাপক রেজাউল করিম এবং মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব প্রমুখ। এ সময় ইমপ্রেস টেকনোর কর্মকর্তা মো. আজাহার, বেঙ্গল এএফকের কর্মকর্তা হানিফ, পামিস সাউথ ইস্টর এর কর্মকর্তা দেব রায় কুমার, নাসির গ্লাস এন্ড কোং লি এর কর্মকর্তা জয়নাল আবেদীন, মেঘনা ইনোভারবার কোং লি. এর ব্যবস্তাপক মনিরুজ্জামান, নাহিদ কটন মিলের কর্মকর্তা মোস্তামিন হোসেন, মহেড়া পেপার মিলের ময়নুল ইসলামসহ গোড়াই শিল্পাঞ্চলের গার্মেন্টস ও বিভিন্ন মিলকারখানার মালিক-কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করানের লক্ষে হাইওয়ে ও ট্রাফিক পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের বাহিনীর সদস্যদের সঙ্গে মির্জাপুর থানা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশেই মির্জাপুর উপজেলায় শতাধিক গার্মেন্টসসহ মিলকারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করনের জন্য মালিক ও কর্মকর্তাদের সঙ্গে জরুরী মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অপরাধ প্রবনতা ঠেকানোর জন্য গুরুত্বপুর্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন এবং গার্মেন্টসসহ কলকারখানার আশপাশে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করা হয়েছে। মির্জাপুর থানা পুলিশের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলে তাদের আশ^স্ত করা হয় বলে ওসি জানিয়েছেন।