২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

0
39

মীর আনোয়ার হোসেন টুটুল
২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালিন জঙ্গিবাদী বিএনপি-জামাত জোটের প্রত্যক্ষ মদদে সংঘঠিত সারা দেশব্যাপি সিরিজ বোমা হামালার প্রতিবাদে আজ বুধবার (১৭ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন আজ বুধবার দুপুরে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, আওয়ামীলীগ নেতা সৈয়দ ওয়াহিদ ইকবাল এবং স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here