নিখোঁজের ১৬ দিন পরও কলেজ ছাত্র নীরব উদ্ধার হয়নি, ছেলেকে না পেয়ে বাবা-মা বাকরুদ্ধ

0
57

মীর আনোয়ার হোসেন টুটুল
কলেজ ছাত্র মোসতাক হোসেন নিরব (২০) ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। দোকানে যাওয়ার পথে নিরব নিখোঁজ হয়ে যায়। ঘটনার ১৬ দিন পার হলেও পুলিশ নিরবের কোন সন্ধান করতে পারেনি। ছেলেকে হারিয়ে বাবা-মা এবং পুরো পরিবার এখন বাকরুদ্ধ। পরিবারের দাবী মুক্তিপনের জন্য অপরাধীরা তাকে ধরে নিয়ে গেছে। টাঙ্গাইলের মির্জাপুরে ভাতিজাকে খোঁজতে এসে আজ বুধবার এ তথ্য জানান নিরবের চাচা হেদায়েতুল ইসলাম সরকার।
আজ বুধবার (২৪ আগস্ট) নিরবের ছোট চাচা মো. হেদায়েতুল ইসলাম সরকার জানান, নিরবের পিতার নাম মোকারম হোসেন। পরিবার পরিজন নিয়ে গাজীপুর জেলার গাছা থানার কুনিয়াগাছা এলাকায় থাকেন। কলেজ ছাত্র নিরব গত ৮ আগস্ট বিকেল আনুমানিক পাঁটার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ। ছেলেকে ফিরে পাবার আশায় ১৩ আগস্ট তুরাগ থানায় সাধারন ডায়রী করেন মোকারম হোসেন। তুরাগ থানায় ডায়রী নং-৭৮৮। ছেলেকে উদ্ধারের জন্য প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীসহ পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন কলেজ ছাত্র নিরবের পরিবার।
এ ব্যাপারে আজ বুধবার (২৪ আগস্ট) নিরবের বাবা মোকারম হোসেন বরেন, ছেলেকে না পেরে আমরা খুবই চিন্তিত হয়ে পরেছি। আমার ধারনা অপরাধীরা তাকে মুক্তিপনের জন্য ধরে নিয়ে আটকিয়ে রেখেছে। ছেলেকে উদ্ধারের জন্য আমরা প্রশাসনের সাবির্কক সহযোগিতা চাই।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ জানিয়েছেন, থানায় সাধারন ডায়রীর পর থেকেই আমরা সার্বিক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি কলেজ ছাত্র নিরবকে উদ্ধারের জন্য। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here