মীর আনোয়ার হোসেন টুটুল
তেল, বিদ্যুৎ, পরিবহন ভাড়া, সার, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবীতে আজ বুধবার (২৪ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও এর সহযোগি সংগঠন বিশাল বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের এক পাশে যানবাহন চলাচল প্রায় ঘন্টাখানী বন্ধ থাকে। বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পরার মত।
সকাল থেকেই মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়ন থেকে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মির্জাপুর বাইপাস দলীয় কার্যালযের সামনে এসে জড়ো হতে থাকে। নেতাকর্মীদের পদচারনায় বিক্ষোভ মিছিল জনসমুদ্রে পরিনত হয়। বেলা সারে এগারটার দিকে মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বাইপাস অভার ব্রিজের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। উপজেলা বিএনপির আহবায়ক ফাতেমা আজাদের সভাপতিত্বে বক্তব্য রাকেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশূ বিষয়ক সম্পাদক সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপি নেতা এড. মো. আব্দুর রউফ, মো. হযরত আলী মিঞা, আনোয়ার পারভেজ শাহআলম, ডি এম শফিকুল ইসলাম ফরিদ, খন্দকার সালাউদ্দিন আহমেদ আরিফ, ডি এম শওকত আকবর, এস এম মহসীন, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, ডি এ মতিন, আলী হোসেন রনি, সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধূরী রুবেল ও সাহিদুর রহমান খান সাইদ প্রমুখ।