মীর আনোয়ার হোসেন টুটুল
পরিবেশের ভারসাম্য রক্ষায় এসো গাছ লাগাই, পরিবেশ বাচাঁই এই শ্লোগানে- আজ শনিবার (২৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্ধোধন করা হয়েছে। উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী জনকল্যাণ সমিতির উদ্যোগে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্ধোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ উপলক্ষে উয়াশী নাট পুকুর সংলগ্ন উয়ার্শী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উয়ার্শী জনকল্যাণ সমিতির সহসভাপতি নঈম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, বিশেষ অতিথি ড. মো. রেজাউল হক, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম মল্লিক হুরমহল প্রমুখ।
এ সময় খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী (সচিব) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীহের সাধারন সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, উয়ার্শী জনকল্যাণ সমিতির সাধারন সম্পাদক আখতারুল ইসলাম জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার পারভেজ খান দিগু, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম খান সুভাস প্রমুখ উপস্থিত ছিলেন।