মীর আনোয়ার হোসেন টুটুল
ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, এফবিআইসিসির পরিচালক, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজের সভাপতি এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য খান আহমেদ শুভ এমপি বলেছেন সারা বিশে^র নেতারা একবাক্যে স্বীকার করেন একমাত্র জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। প্রধান মন্ত্রী শেখ হাসিনার দক্ষ নের্তৃত্বের কারনেই দেশ আজ উন্নয়নের রোড মডেল এবং বিশে^র দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। সেই সঙ্গে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ আজ সু-সংগঠিত। তিনি আজ বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাত নম্বর ওয়ার্শি ইউনিয়নের ওয়ার্শী আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা কথা বলেন।
ওয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেরা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক মো. মাহবুব আলম মল্লিক হুরমহলের সভাপতিত্বে এবং মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ।
বিভিন্ন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ড. মো. রেজাউল হক, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী (সচিব) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীহের সাধারন সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, উয়ার্শী জনকল্যাণ সমিতির সাধারন সম্পাদক আখতারুল ইসলাম জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার পারভেজ খান দিগু, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম খান সুভাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ওয়ার্শী ইউনিয়নের নওগাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ওয়ার্শী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ওয়ার্শী জনকল্যাণ সমিতি এবং ভাতগ্রাম ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এমপি প্রধান হিসেবে বক্তব্য রাখেন।
খান আহমেদ শুভ এমপি তার বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। তিনি আমাদের প্রেরনার উৎস। তার কন্য জননেত্রী শেখ হাসিনা প্রধান মন্ত্রী হয়ে দেশ পরিচালনা করছেন। দলকে সু-সংগঠিত করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।