প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আধাঁরে বিতর্কিতদের নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন ও বাতিলের দাবী শীর্ষক দৈনিক নিউজ ডটনেট নিউজ পোর্টোলে যে সংবাদ প্রকাশ হয়েছে তার লিখিত প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক এবং সদস্য সচিব বিপ্লব কুমার সাহা। লিখিত প্রতিবাদ লিপিতে তারা উল্লেখ করেন, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় টাঙ্গাইল জেলাা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে ও সাধারন সম্পাদক প্রদীপ কুমার গুন স্বাক্ষরিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গত ২২/০৮/২০২২ ইং তারিখ হতে আগামী তিন মাসের জন্য অনুমোদন দিয়েছেন। জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশ অমান্য করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের অবমুল্যায়ন করে এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে ভুল ব্যাখ্যা দিয়ে বিতর্কিতদের নামের তালিকা দিয়ে আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়নি। কোন প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় জেলা নেতৃবৃন্দ রাতের আধাঁরে অনিয়ম দুর্নীতির মাধ্যমে আহবায়ক কমিটি অনুমোদন দিয়ে চিঠি দেননি। আহবায়ক কমিটিতে ছয় জন বীর মুক্তিযোদ্ধাসহ সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান প্যানেল মেয়রসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ২৫ জনকে সদস্য রাখা হয়েছে। আহবায়ক কমিটিতে কেউ বিতর্কিত নেই এবং কারও বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগও নেই। এই আহবায়ক কমিটি ঘোষণার পর মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে কোন বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়নি। একটি চক্র মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে সংবাদ প্রচার করিয়েছে যার কোন ভিত্তি নেই। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here