মির্জাপুরে লতিফপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে লতিফপুর ইউনিয়ন আওয়ামীলীগের এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁনপুর বাজার সংলগ্ন এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় লতিফপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও এর সহযোগেী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। লতিফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ সিকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, লতিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সেলিম মিয়া, লতিফপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ফয়সালসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মী সভায় বক্তাগন বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার। সরকার দেশ ও জাতির উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে একটি গোষ্টি নানা ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতা ও সুষ্ঠু চিন্তা ধারায় যোগাযোগ, শিক্ষা, কৃষি, চিকিৎসা, বিদ্যুৎসহ প্রতিটি সেক্টরে দেশ আজ অনেক এগিয়েছে। বিশে^র দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। উন্নয়নের এই ধারা অব্যহৃত রাখতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে আবার বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here