মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী উৎসব মুখর পরিবেশে কৃষি মেলা শুরু হয়েছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা কৃষি অফিস চত্তরে সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহাম্মেদ শুভ এমপি। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শামীমা আক্তার শিফা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার পাল। মেলায় বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক- কৃষানী এবং বিভিন্ন সংগঠন ফলজ, বৃক্ষসহ ঔষধী স্টলের আয়োজন করে। পরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়। তিন দিন ব্যাপি মেলা উপলক্ষে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।