মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান হয়েছে। মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক ভিপি শিক্ষানুরাগী মো. হযরত আলী মিঞার উদ্যোগে আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিনের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আয়োজক ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক ভিপি শিক্ষানীরাগী মো. হযরত আলী মিঞা, মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি বাবু নিরঞ্জন পাল, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, শামীম সুমন, সমাজ সেবক মো. লিটন ও শহিদ মিয়া প্রমুখ। পরে এসএসসি পরীক্ষার্থী বিদায়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।