মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির আহবায়ক হলেন বাবু সুরঞ্জন শেঠ তাপস এবং সদস্য সচিব বাবু সুশিল সরকার। ২৫ সদস্য বিশিষ্ট্য মির্জাপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে এবং সাধারন সম্পাদক প্রদীপ কুমার গুন অনুমোদন দিয়েছেন। এই আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে মির্জাপুর উপজেলা শাখার পুনাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন বলে কমিটির আহবায়ক বাবু সুরঞ্জন শেঠ তাপস এবং সদস্য সচিব বাবু সুশিল সরকার জানিয়েছেন।
আহবায়ক কমিটির অপর সদস্যরা হলেন, সুরঞ্জন সেঠ তাপস, সুশিল সরকার, দিলীপ কুমার, তাপস সাহা, চন্দনা দে, অনুপ কুমার, উত্তম কুমার সাহা, দীপক মিত্র, বিশ^জিৎ দে, বীর মুক্তিযোদ্ধা অরুন রাজবংশী, পরেশ চন্দ্র বর্মন, রাজবংশী মঙ্গল চন্দ্র, সুনীল চন্দ্র বর্মন, অনুপ কুমার দত্ত, মন্তোষ কুমার ভৌমিক, এড, কালিপদ সরকার, প্রদীপ কুমার শীল, নিতাই পাল, মনীন্দ্র কুমার চৌধূরী,নারায়ন চন্দ্র, উৎপল কুমার সরকার এবং অলক কুমার দাস।
এ ব্যাপারে নতুন কমিটির আহবায়ক সুরঞ্জন সেঠ তাপস এবং সদস্য সচিব সুশিল সরকার বলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের সকলের অভিভাবক একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক, সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম জহের এমপি, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাকার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে, সাধারন সম্পাদক প্রদীপ কুমার গুনসহ সকলের দিক নির্দেশনায় মির্জাপুর উপজেলার প্রতিটি এলাকার সনাতন ধর্মের প্রতিটি পরিবারকে ঐক্যবদ্ধ রাখাই হবে এই আহবায়ক কমিটির মুল দায়িত্ব ও কর্তব্য। কোন ভোদভেদ নয় সকলকে সঙ্গে নিয়ে মিলে মিশে কাজ করাই হবে আমাদের মুল লক্ষ্য ও উদ্দেশ্য।
এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাকার সভাপতি অধ্যক্ষ আনন্দা মোহন দে বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারন সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের গুরুজন বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক ও সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম জহের এমপি মহোদয়ের পরামর্শে সুরঞ্জন শেঠ তাপসকে আহবায়ক এবং সুশিল সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট্য সুন্দর এবং সকলেল নিকট গ্রহন যোগ্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এটিই একমাত্র বৈধ কমিটি।