মির্জাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ হলেন শিক্ষকসহ ছয় ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ সালের প্রাথমিক বিদ্যালয় শাখায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই জন প্রধান শিক্ষক, দুই জন সহকারী শিক্ষক, দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একজন অফিস সহকারী এবং একজন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন। গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা শিক্ষা অফিস শ্রেষ্ঠদের নামের তালিকা প্রকাশ করেছেন। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা শিক্ষা অফিস সুত্র জানায়, ২০২২ সালে মির্জাপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বরটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান জুয়েল, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা গোড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবি ও সাহিত্যক মিসেস কবিতা রায়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মস্তমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম রাকিবুল হাসান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মহেড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আঞ্জুমান আরা, শ্রেষ্ঠ স্কুল বরাটি হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঝড়েপরা রোধে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ স্কুল সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আতিকুজ্জামান সরকার এবং শ্রেষ্ঠ অফিস সহকারী নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কার্যালয়ে বিচারক মন্ডলীদের উপস্থিতিতে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষকদের স্বাক্ষাত নেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, ইউআরসির প্রশিক্ষক ড. মো. আব্দুর রহিম এবং সহকারী শিক্ষা অফিসারগন উপস্থিত ছিলেন। বিচারক মন্ডলী স্বাক্ষত গ্রহনের পর বিভিন্ন ক্যাটাগরিতে দুই জন প্রধান শিক্ষক, দুই জন সহকারী শিক্ষক, দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একজন অফিস সহকারী এবং একজন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত করেন।
এদিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আমদ শুভ এমপি, উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীল হোসেন এবং মির্জাপুর উপজেলা বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মঞ্জুর কাদের, সাধারন সম্পাদক মো. মোতাহার হোসেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here