আাওয়ামীলীগ সরকারের হাতে দেশ নিরাপদ নয়—মির্জাপুরে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে এড. আহমেদ আযম খান

মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশ আজ মহা সংকটে। দেশের অর্থনৈতিক লুট হয়ে গেছে। গনতন্ত্রকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে মানবাধিকার পদে পদে লুণ্ঠিত। জনগনের ভোট দেওয়ার অধিকার নেই। আজকে আওয়ামী সরকারের হাতে দেশ নিরাপদ নয়। দেশ আজ মহাসংকটের সম্মুখিন। শুধু মিথ্যের জালে আবৃত্ত করে, ভয়ের চাদরে মুড়িয়ে এ সরকার দেশ চালাচ্ছে।
আজ (৯ অক্টোবর) রোববার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা স্পষ্ট বলে দিয়েছি দেশটাকে রক্ষার করার জন্য দেশের গনতন্ত্র, মানবাধিকার, দেশের ২০ কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মানুষের ভোটের পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার পতনের আন্দোলন শুরু করে দিয়েছি। মির্জাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ফাতেমা আজাদের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহসেদ টিটু, সদস্য মো: সাঈদ সোহরাব প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন, এডভোকেট ফরহাদ ইকবাল, আতাউর রহমান জিন্নাহ ও আবুল কাশেম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান। অনুষ্ঠান পরিচালনা করেন- মির্জাপুর পৌর বিএনপির আহ্বায়ক মো: হয়রত আলী মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুর রউফ ও মির্জাপুর পৌর বিএনপির সদস্য সচিব এস এম মহসীন। সম্মেলনে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ রিপোর্ট পাঠানো পর্যন্ত উপজেলা বিএনপি ও পৌসভার কমিটি ঘোষনা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here