মীর আনোয়ার হোসেন টুটুল,
দীর্ঘ ছয় বছর পর টাঙ্গাইলের মির্জাপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (৯ অক্টোবর) উপজেলা সদরের গোড়াইল গ্রামের সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাস ভবন এলাকায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। কাউন্সিলরদের ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার সালাউদ্দিন আহমেদ আরিফ। বিনা প্রতিদ্বন্ধিতায় পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হযরত আলী মিঞা এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম মহসীন। গতকাল রবিবার রাতে এ ফলাফল ঘোষনা করা হয়।
আজ সোমবার নবনির্বাচিত সভাপতি সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী জানান, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আহমেদ আযম খান। মির্জাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ফাতেমা আজাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহসেদ টিটু, সদস্য মো: সাঈদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন, এডভোকেট ফরহাদ ইকবাল, আতাউর রহমান জিন্নাহ ও আবুল কাশেম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান। অনুষ্ঠান পরিচালনা করেন মির্জাপুর পৌর বিএনপির আহ্বায়ক মো: হয়রত আলী মিঞা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুর রউফ ও মির্জাপুর পৌর বিএনপির সদস্য সচিব এস এম মহসীন।