মির্জাপুরে সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহে টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ

মীর আনোয়ার হোসেন টুটুল
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান ও পরিবর্তন এবং শিশুদের ঝরেপড়া রোধে বিশেষ অবদান রাখায় মির্জাপুর উপজেলার অজপাড়া গ্রামের সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহে টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়ে পুরষ্কার পেয়েছে। একজন দক্ষ প্রধান শিক্ষক উর্মিলা পালের অক্লান্ত শ্রম ও পরিচালনায় বিদ্যালয়টি আজ দেশ সেরা হতে চলেছে বলে এলাকাবাসি গর্ববোধ করছেন। মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমীগর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) ১৬৭ নং সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য শিক্ষার এক অনন্য পরিবেশ। এলাকার অভিভাবকগন জানিয়েছেন, অজপাড়া গ্রামে গড়ে উঠা সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় আজ আমাদের নতুন দিগন্তের সুচনা করেছে। তারা জানিয়েছেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা উর্মিলা পাল ২০১৮ সালে এই বিদ্যালয়ে যোগদানের পর বিদ্যালয়ের সকল কিছু পরিবর্তন হতে চলেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উর্মিলা জানান, ১৪৫ জন শিক্ষার্থী এবং পাঁচজন শিক্ষক নিয়ে তিনি শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ে গড়ে তুলেছেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার, শেখ রাসেল কর্নার, বুক কর্নার, মানবতার দেয়াল, শততা স্টোর, মিড এ মিল, ফুল ও ফলের বাগান, সু-সজ্জিত শ্রেণী কক্ষ ও আকর্ষনীয় বিদ্যালয় প্রাঙ্গন। এছাড়া শিক্ষার্থীরা যাতে ঝড়ে না পরে সে জন্য নিয়মিত হোম ভিজিট, ছাত্র বিগ্রেড, ব্লগ লিডার, অভিভাবক সমিতিসহ নানা কার্যক্রম চালু করেছেন। শিশুদের নিয়মিত স্কুলে আসার জন্য বাড়ি বাড়ি তিনি মা সমাবেশ করে যাচ্ছেন। তার এ কার্যক্রমে শিশুদের অভিভাবকসহ এলাকাবাসী খুবই মুগ্ধ।
শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রতি জোর দিয়ে থাকেন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে যোগ দিয়ে এলাকার সুনাম বয়ে আনছে। বিদ্যালয়টি অজপাড়া গ্রামে গড়ে উঠলেও এটি এখন জাতয়ি সম্পদে পরিনত হয়েছে। তিনি বলেন শুধু সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তনের জন্য তিনি কাজ করছেন না। তিনি কাজ করছেন এলাকার সার্বিক উন্নয়নের জন্য। ফলে প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থী ঝড়েপরা শুন্যের কোঠায়। বিদ্যালয়টিতে রয়েছে নানাবিধ সমস্যা। সরকার বিদ্যালয়টির দিকে সু নজর দিবেন এমনটাই প্রত্যাশা করছেন এলকাবাসি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহে সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। উপজেলা শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়কে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুবলেন, সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় অজপাড়া গ্রাম এবং নিবৃত পল্লীতে গড়ে উঠলেও এটি একন আমাদের জাতীয় সম্পদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে স্থান পাবে এমনটাই প্রত্যাশা। প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে।
ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি বলেন, সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ হিসেবে পুরষ্কার পাওয়ায় তিনি কতৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে বিদ্যালয়কে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলে উল্লেখ করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here