মীর আনোয়ার হোসেন টুটুল,
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও বর্ষিয়ান রাজনীতিবিদ একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের খান ফারুকের ৭৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক মির্জাপুরের কৃতি সন্তান। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের তিন বারের চেয়ারম্যান। তার পুত্র খান আহমেদ শুভ ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, এফবিআইসিসির পরিচালক, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রট্রিজের সভাপতি এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য। আজ বুধবার (১২ অক্টোবর) উপজেলা আওয়ামীলীগে ও এর সহযোগি সংগঠন এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের বিভিন্ন অফিসে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বাদ এশা গোড়াই শিল্পাঞ্চলের আওয়ামী যুবলীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভূমি মন্ত্রনালয়রে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিকের সার্বিক সহযোগিতায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে বাদ মাগরিব উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে পুষ্টকামুরি দক্ষিনপাড়া মোহাম্মদ আলী ফোরকানিয়া মাদ্রাসায় বর্ষিয়ান এই রাজনীতিবিদের ৭৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।