মির্জাপুরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরে সঙ্গে এমপির মতবিনিময় সভা

মীর আনোয়ার হোসেন টুটুল,
আগামী ১৭ অক্টোবর টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচন এবং মির্জাপুর উপজেলা ১০ নং নির্বাচিনী এলাকার আওয়ামীলীগ মনোনীত প্রতিদ্বন্ধি প্রার্থী মো. সিরাজ মিয়াকে (সদস্যকে) বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার লক্ষে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি মির্জাপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার (জনপ্রতিনিধিদের) সঙ্গে মতবিনিময় সভা করেছন। গত কয়েক দিন ধরে এমপি উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষে এ মতবিনিময় সভা করে যাচ্ছেন। মতবিনিময় সভার পাশাপাশি তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্নয়ন মুলক কর্মকান্ডসহ নানা সমস্যা সমাধানের জন্য চেয়ারম্যান ও মেম্বারদের সার্বিক সহযোগিতার আশ^াস দেন। মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, তরফপুর, লতিফপুর, গোড়াই, আজগানা এবং বাঁশতৈল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে মতবিনিময় করেন বলে তার ব্যক্তিগত একান্ত সহকারী মীর আসিফ অনিক জানিয়েছেন।
এ সময় আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. সিরাজ মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here