মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ভাওড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভাওড়া-কামারপাড়া রোডের খালের উপর ব্রিজ ভেঙ্গে যাওয়ার ১০ দিনের মধ্যে ব্রিজটি পুনঃস্থাপন স্থাপন করে দিয়েছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। আজ শুক্রবার (১৪ অক্টোবর) ভাঙ্গা ব্রিজটি পুনঃস্থাপনের পর জনসাধারনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ব্রিজটি খুলে দেওয়ায় এলাকাবাসির মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে এলাকাবার লোকজন জানিয়েছেন।
আজ শুক্রবার এমপি শুভর একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক এবং ভাওড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ও ভাওড়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার রাকিবুল হাসান রিপন জানান, টানা বৃষ্টি এবং বন্যার পানির চাপে ব্রিজটি ক্ষতিগ্রস্থ্য হয়। গত ৩ অক্টোবর বিজ্রটি হঠাৎ ভেঙ্গে পরে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিপাকে পরেন ভাওড়া, বহুরিয়া ও ওয়ার্শি ইউনিয়নবাসি এবং পাশ^বর্তী ধামরাই ও সাটুরিয়া উপজেলাবাসি। বিষয়টি ভাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমজাদ হোসেন এবং বর্তমান চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদ রানা খান আহমেদ শুভ এমপিকে অবহিত করেন। তিনি গত ৩ অক্টোবর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজটি পুনঃস্থাপনের জন্য ১০ দিনের সময় বেঁধে দেন এলজিআরডি এবং সড়ক ও জনপথ বিভাগকে।
এদিকে এমপির নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১০ দিনের মধ্যে ভাওড়া-কামারপাড়া রোডের ভেঙ্গে যাওয়া ব্রিজটি পুনঃস্থাপন করে দিয়েছেন। আজ শুক্রবার ব্রিজটি জনসাধারনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এলাকাবাসির মধ্যে স্কুল ছাত্র আল আমিন, কলেজ ছাত্র মফিদুর রহমান ও কৃষক আশরাফ মিয়া বলেন, আমাদরে এমপি শুভ দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি পুনঃস্থাপন করে দেওয়ায় আমরা তার কাছে কৃতজ্ঞ। তিনি কথা দিয়ে কথা রেখেছেন। আমরা এ রকম এমপিই চাই।
এ ব্যাপারে খান আহমেদ শুভ এমপি বলেন, জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগনের সেবা করাই আমার মুল লক্ষ ও উদ্যেশ্য। নির্বাচিত হওয়ার পর মির্জাপুর উপজেলাকে একটি মডেল হিসেবে উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক দির্নেশনায় কাজ করে যাচ্ছেন।