মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে ঘুর্নিঝড় সিত্রাংয়ের তান্ডবে পল্লী বিদ্যুৎ বিভাগের সঞ্চালন লাইনের খুঁটি ভেঙ্গে এবং খুঁটির তার ছিড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত দুই দিন ধরে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রায় দেড় লাখ পল্লী বিদ্যুতের গ্রাহক চরম বিপাকে পরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কবে নাগাত লাইন পুরোপুরি চালু হবে তার অনিশ্চিত হয়ে পরেছে। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তাগন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, লাইন মেরামতের কাজ চলছে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চালু করার জন্য তারা দিন রাত কাজ করে যাচ্ছেন। লাইন চালু হতে সময় লাগবে বলে তারা উল্লেখ করেন।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) মির্জাপুর পৌরসভার বিভিন্ন এলাকা এবং উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন গ্রামে খোঁজ জানা গেছে, এখন পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়নি। ভুক্তভোগিদের মধ্যে বাঁশতৈল ইউনিয়নের ফরিদা ইয়াসমিন (৪৮) ও ফারুক হোসেন (৫৬), পৌরসভার মোকলেছ মিয়া (৬০) এবং ফতেপুর ইউনিয়নের কলেজ ছাত্র মাসুদ করিম (২২) অভিযোগ করেন, সিত্রাংয়ের কারনে গতকাল সোমবার (২৪ অক্টোবর) গভীর রাত থেকে থেমে থেমে বৃষ্টি এবং সাথে হালকা বাতাস শুরু হয় হয়। সকাল সাতটার পর থেকে শুরু হয় প্রচুর বৃষ্টি এবং ঝড়। বৃষ্টি ও ঝড়ের তান্ডবে এলাকায় বিভিন্ন ফসল ও গাছপালার ক্ষতি হয়। সেই সঙ্গে বিদ্যুৎ বিভাগে নেমে আসে বিপর্যয়। অধিকাংশ এলাকা পুরোপুরি অন্ধকার হয়েছে। মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, বাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজাগানা, তরফপুর এবং বাঁশতৈল ইউনিয়নে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রায় দেড় লাখ পল্লী বিদ্যুতের গ্রাহক চরম বিপাকে পরেছেন বলে ভুক্তভোড়ি এলাকাবাসি অভিযোগ করেছেন। বিদ্যুতের অভাবে বিভিন্ন বাসাবাড়ির পাশাপাশি সরকারী বেসরকারী হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পকারখানা এবং অফিস আদালতেও কাজকর্ম মারাত্বক ভাবে ব্যহত হচ্ছে।
আজ মঙ্গলবার বিকেল সারে পাঁচটার দিকে দেওহাটা ও ধেরুয়া এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিনে ৩৩ কেবি বিদ্যুৎ সঞ্চালন লাইনের ১২-১৩ টি খুঁটি ভেঙ্গে রাস্তার দক্ষিন পাশে পরে আছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের খুঁটি ও লাইন মেরামত করতে দেখা গেছে।
এ ব্যাপারে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মির্জাপুর ও গোড়াই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাকির হোসেন এবং মো. মাহবুবুর রহমান বলেন, ঘুনিঝড় সিত্রাংয়ের তান্ডবের কারনে, মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙ্গে পরে ও খুঁটির তার ছিড়ে পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুন লাইন বন্ধ রয়েছে। তারা আরও বলেন, মির্জাপুর একটি বৃহৎ এলাকা ও শিল্পাঞ্চল রয়েছে। গ্রাহক রয়েছে প্রায় দেড় লাখ। বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী এবং লাইন ম্যানগন দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন বিদ্যুতের লাইন সচল করার জন্য। লাইন পুরোপুরি সচল তহতে সময় লাগবে বলে এই দুই কর্মকর্তা উল্লেখ করেন।