মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
গাড়ি সাইড দিতে দেরী হওয়ায় এবং হর্ন দেওয়ার অপরাধে জেলা যুবলীগের প্রভাবশালী নেতা মীর মঈন হোসেন রাজিব ও তার সহযোগিদের হাতে হামলার শিকার হয়েছে অটোরিকসা চালক অসহায় রুবেল খান (২৫)। হামলার শিকার রুবেল খান হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে রুবেল খান বাদী হয়ে অভিযুক্তদের নামে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আজ বুধবার (২৬ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এদিকে থানায় অভিযোগ দেওয়ার হামলাকারীরা রুবেল খানকে নানা ভাবে হুমকি ও চাপ সৃষ্টি করায় সে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন।
মির্জাপুর থানায় লিখিত অভিযোগে জানা গেছে, আজ বুধবার সকাল সারে দশটার দিকে গোড়াই শিল্পাঞ্চলের নাজিরপাড়া রোডে অটোরিকসা নিয়ে আসার পথে টাঙ্গাইল জেলা যুবলীগ নেতা মীর মঈন হোসেন রাজিবের গাড়িকে সাইড দিতে দেরী হওয়ায় এবং অটো রিকসায় হর্ন দেওয়ার অপরাধে তার সহযোগিরা রুবেল খানকে ধরে নিয়ে লাঠিসোঠা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা হচেছ গোড়াই এলাকার নজরুল, মোনায়েম, জলক, সেলিম, বাহার, সান, ফারুক, মনির ও শুক্কর খানসহ আর ৪-৫ জন। স্থানীয় লোকজন রুবেলকে তাদের কবল থেকে উদ্ধার করে জামুর্কি সরকারী স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসার ব্যবস্থা করেছেন।
এ ব্যাপারে হামলার শিকার রিকসা চালক রুবেল খান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুর্ব সত্রুতার জের ধরে তারা আমার উপর অমানুষিক ভাবে হামলা চালিয়েছে। আমি এর সুষ্ঠ বিচার দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে জেলা যুবলীগ নেতা মীর মঈন হোসেন রাজিব বলেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। এলাকার কিছু ছেলেদের সঙ্গে তুচ্ছ ঘটনায় অটেরিকসা চালক রুবেল খানের সঙ্গে বাকবিতন্ডা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনা মিমাংশার চেষ্টা চলছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. মিনহাজ উদ্দিন বলেন, অটোরিকসা চালকের উপর হামলার ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ অফিসার সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছেন।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা বলেন, অভিযোগ পাওয়ার পর এলাকায় পরিদর্শন করা হয়েছে। যাদের নামে অভিযোগ দেওয়া হয়েছে তাদের এলাকায় পাওয়া যায়নি। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।