মির্জাপুরে গোড়াইল কেন্দ্রীয় গোরস্থান থেকে লাশের কঙ্কাল চুরি

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের কেন্দ্রীয় গোরস্থান থেকে দুইটি লাশের কঙ্কাল চুরি হয়েছে। ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পরেছে। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২৬ অক্টোবর) গোড়াইল গ্রামরে বাসিন্দা দেওয়ান শিপুল ও সজিব হোসেন জানান, গতকাল মঙ্গলবার রাতে সংঘবদ্ধ চোরের দল গোরস্থানে হানা দিয়ে আইয়ুব মিয়া (৫৬)সহ দুইটি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। সকালে স্থানীয় লোকজন গোরস্থানে এসে লাশের কঙ্কাল চুরির ঘটনা দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়। এর আগেও একই কায়দায় এই গোরস্থান থেকে তিন-চারটি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় অভিযোগও করা হয়েছিল। আজ পর্যন্ত ঘটনার সঙ্গে কেউ গ্রেফতার হয়নি। একের পর এক লাশের কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরেছে।
অপর দিকে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও উপজেলার জামুর্কি ইউনিয়নের বানিয়ারা সামাজিক কবরস্থান, ফতেপুর ইউনিয়নের শুভুল্যা সামাজিক কবরস্থান এবং গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া সামাজিক কবরস্থান থেকে ১২-১৩ লামের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে এলাকার লোকজন অভিযোগ করেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গতকাল গোড়াইল গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে লাশের কঙ্কাল চুরির বিষয়ে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। এর আগে লাশের কঙ্কাল চুরির অভিযোগ এসেছিল। ঐ সব অভিযোগের তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here