মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিশেষ কর্মী সভা ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচী উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে এ কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০৭ মির্জাপুর নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, কেন্দ্রীয় নেতা শ্যামল, আজিজুল হক এবং স্থানীয় নেতৃবৃন্দ।