মির্জাপুরে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটিতে নতুন সংযোজন ওরা ১৬ জন

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটিতে নতুন সংযোজন ওরা ১৬ জন স্থান পেয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের দিক নির্দেশনায় দলকে শক্তিশালী করার লক্ষে আজ বুধবার টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল এবং সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন পুর্বের সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির সঙ্গে সমন্ময় করে নতুন ১৭ জনের নামের তালিকা প্রকাশ করেছেন।
যুগ্ম আহবায়ক করা হয়েছে খান্দকার রাসেল, মো. মোবারক হোসেন ও একাব্বর মিয়াকে। সদস্য রাখা হয়েছে জাহাঙ্গীর আলম, রেজাউল করিম রেজা, মো. নাজমুল আলম, এড. সাহাদত হোসেন, মারুফ মিয়া, আবু সাইদ, দিদারুল ইসলাম, কাইয়ুম খান, রাসেল সিকদার, ফারুক হোসেন, ফরিদ হোসেন, আলামীন দেওয়ান ও মো. হাকিম। নতুন সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here