মির্জাপুরে বর্নাঢ্য আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুুটল
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু এই- প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। শিক্ষা মন্ত্রনালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল নয়টায় মির্জাপুর সরকারী কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ সময় এমপি মহোদয় জাতীয় শিক্ষক দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বর্নাঢ্য র‌্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরের মুক্তির মঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং মির্জাপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনর চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, অফিস সহকারী মো. খলিলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমরান হোসেন ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here